বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

খুলনায় মাছ রপ্তানি আয় কমেছে ৬৭৭ কো‌টি টাকা

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:১৫ পিএম

চিংড়িসহ মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা খুলনা থেকে ২০২৩-২৪ অর্থ বছরে ২ হাজার ১৪৬ কোটি টাকার অধিক মাছ ও মাছজাত দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়েছে। আগের ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ কোটি টাকা। অর্থ্যাৎ গত অর্থবছরে মাছ রপ্তানি করে আয় কমেছে ৬৭৭ কোটি টাকা।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপনের পূর্বে আজ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এ তথ্য জানান।

তিনি আরো জানান, খুলনায় ইলিশ আহরণের পাশাপাশি বাগদা ও গলদা চিংড়িসহ ব্যাপকভাবে তেলাপিয়া, কাঁকড়া ও কুচিয়ার চাষ হয়।

সভায় আরো জানানো হয়, খুলনা জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন ১ লাখ ২৫ হাজার মেট্রিকটন। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের চাহিদা মাথাপিছু ৫০ গ্রাম। মোট মাছের চাহিদা ৫৭ হাজার মেট্রিকটন। সেক্ষেত্রে খুলনায় মাছ উদ্বৃত্ত থেকে যায় ৬৮ মেট্রিকটনের অধিক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালসহ  গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত