সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কতজন শিক্ষার্থী আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১ টার দিকে সিলেটের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শাবিপ্রবির প্রধান ফটক হতে যাত্রা শুরু করে। মিছিলটি নগরীর সুবিধবাজার এলাকায় পৌঁছালে পুলিশ পেছন থেকে গিয়ে মিছিল থামানোর চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা সেই বাঁধা উপেক্ষা করে সামনের দিকে এগুতে চাইলে পুলিশ পিছন থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। এসময় শিক্ষার্থীরা নগরীরর মিরের ময়দান, রিকাবীবাজার, সাগরদীঘিরপরসহ বিভিন্ন এলাকায় ছত্রভঙ্গ হয়ে পরে।
এর আগে বেলা ১১টার দিকে শাবিপ্রবির প্রধান ফটকের সামনের শিক্ষার্থীরা জমায়েত হলে সেখানেও পুলিশ বাঁধা দেন। এসময় তাদের প্রধান ফটক থেকে সরিয়ে রাস্তার পাশে নিয়ে যায় পুলিশ। তবে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ ভাবে শাবিপ্রবির প্রধান ফটকে এসে স্লোগান ও মার্চ ফর জাস্টিসের দিকনির্দেশনা দেন।
পুলিশি হামলার বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেন জানান, আমাদের উপর নির্বিচারে পুলিশ পিছন থেকে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ৩০জন আহত হয়েছেন।