ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বুধবার জনজীবন স্থবির হয়ে পড়েছিল। এ সময় বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ৯জনের মৃত্যু হয়েছে।
ভারতের আবহাওয়া পরিষেবার (আইএমডি) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিল্লিতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে বলে জানিয়ে দিল্লি জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি।
এদিকে কেরালার পার্বত্য জেলা ওয়েনাড়ের কয়েকটি গ্রামে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৫০ জনেরও বেশি মানুষ। ওয়েনাড়ের জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার সকালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।