জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনের সব আলো কেড়ে নিয়েছেন সামিউল ইসলাম রাফি। রবিবার মিরপুরে জাতীয় সাঁতার কমপ্লেক্সে বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু দুটি জাতীয় রেকর্ডসহ জিতেছেন তিনটি স্বর্ণপদক।
দিনের শেষ ইভেন্ট ছিল ১০০ মিটার ফ্রিস্টাইল। এই ইভেন্টেও ফেভারিট ছিলেন সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার বৃত্তি নিয়ে থাইল্যান্ডে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে থাকা রাফি। স্বর্ণপদক ঠিকই জিতেছেন মর্যাদার ইভেন্টে। তবে গড়া হয়নি জাতীয় রেকর্ড। তবে আগের দুটি ইভেন্টে ঠিকই সেরা হন নতুন জাতীয় রেকর্ড গড়ে।
২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে গত বছর কাজল মিয়ার গড়া রেকর্ড ভেঙে দেন ২ মিনিট ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে। এরপর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে দুপরে গড়েন নতুন জাতীয় রেকর্ড। এই ইভেন্টে সময় নেন ২ মিনিট ১০:৮৭ সেকেন্ড। রবিবার আরেকটি ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার। মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়েন তিনি।