শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জাতীয় সাঁতারে সেরা নৌ-বাহিনীর রাফি ও যুথী

এবার জাতীয় সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী। সংস্থাটি জিতেছে ৩২টি সোনা, ২৬টি রুপা ও ১২টি ব্রোঞ্জ

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম

ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ দিন ছিল আজ মঙ্গলবার। শেষ দিনে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জেতেন নৌ-বাহিনীর সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার। ছেলেদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে রাফি সময় নেন ৫৯.১৫ সেকেন্ড, মেয়েদের একই ইভেন্টে যুথী সময় নেন ১ মিনিট ১১.৮৩ সেকেন্ড। যা নতুন জাতীয় রেকর্ড। ২০২২ সালে একই সংস্থার সুরাইয়া আক্তারের এক মিনিট ১২.৩৭ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন যুথী।

সব মিলিয়ে রাফি ৫ টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছেন। এর মধ্যে ৩টি ইভেন্টে হয়েছে নতুন জাতীয় রেকর্ড। ছেলেদের বিভাগে হয়েছেন সেরা। মেয়েদের বিভাগে সেরা সাঁতারুর পুরস্কার পাওয়া যুথী ৪ টি সোনা ও ১টি রুপা জিতেছেন। ৩ টিতে হয়েছে নতুন জাতীয় রেকর্ড।

এবার জাতীয় সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী। এই সংস্থাটি জিতেছে ৩২টি সোনা, ২৬ টি রুপা ও ১২ টি ব্রোঞ্জ। বাংলাদেশ সেনাবাহিনী ১০ টি সোনা, ১৫টি রুপা ও ২৩ টি ব্রোঞ্জ জিতে হয়েছে রানার আপ।

আজ ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ১৪.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড ভেঙে নতুন করে গড়েন নৌ-বাহিনীর কাজল মিয়া। ২০২১ সালে তার রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৭.৩৫ সেকেন্ডের।

সেরা সাঁতারুর পুরস্কার হাতে রাফি বলেন, 'আমি আসলে দ্বিতীয় ধাপে থাইল্যান্ডে গিয়ে আগের টাইমিংয়েই পৌঁছাতে পারছিলাম না। যদিও কোচ বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। তারপরও এটা নিয়ে খুব হতাশ হয়ে পড়ি। এর ওপর হঠাৎ করে জাতীয় সাঁতারের তারিখ ঘোষণা করা হলো। ভেবে পাচ্ছিলাম না কি হবে, না হবে? এরপর কোচ আমাকে গত ২ মাস কঠিন ট্রেনিং করান। এতেই টাইমিংয়ে এত উন্নতি হয়েছে আমার।'

সেরা সাঁতারুর পুরস্কার জেতা যুথী বলেন, 'আমার কোচ মাহফুজা খাতুন শিলা। উনার অধীনে ভালো করছি। সামনে হাঙ্গেরিতে ওয়ার্ল্ড সুইমিংয়ে যাব। আশা করি এই পারফরম্যান্স আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ওখানে টাইমিং আরও কমানোর চেষ্টা করবো।'

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী নৌ-বাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত