সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভৈরবে ইসকনের প্রার্থনালয়ে হামলার অভিযোগে ৩ ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের একটি প্রার্থনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের স্থানীয় তিন নেতাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- শহরের পঞ্চবটি এলাকার ছাত্রলীগ কর্মী সানজিব (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৮) ও তার ছোট ভাই শান্ত (২২)।

জানা যায়, শুক্রবার রাতে প্রার্থনালয়ের সাধক ভক্ত প্রনয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ভৈরব থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ সন্দেহজনক অপরাধী হিসেবে ওই তিনজনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার বিকেলে ভৈরব রানীর বাজার এলাকার ইসকন অনুসারী সন্ন্যাসীদের প্রার্থনালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রার্থনালয়ে যারা হামলা-ভাঙচুর করেছে সেসব অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত