সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মাথা নিচু করে থাকা প্রজন্মকে নিয়ে নাটক!

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম

আজ বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘তোমাকে ভালোবাসার পরে।’ এতে অভিনয় করেছেন নতুন দুই মুখ সফল খান ও রিয়া মনি। মূলত ডিভাইসকে কেন্দ্র করে গড়া ওঠা প্রজন্ম ও মাথা নিচু করে থাকা যে প্রজন্ম তৈরি হয়েছে তাদের কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প।

বিশেষ এই ফিকশন নিয়ে মাহমুদ দিদার বলেছেন, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিল। আশা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবে। দুজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছে।’

সফল খান বলেছেন, ‘এটা দারুণ এক্সপেরিয়েন্স। মোবাইলহীন একটা লাইফ কেমন হলো তা পুরোদমে উপভোগ করলাম এটার শুটিংয়ে। আমি কম্পলিটলি মোবাইল টাচই করিনি শুটিংয়ের ৩ দিন।’  
রিয়া মনির ভাষ্য, ‘আমি যেমন রিয়েল লাইফে ঠিক তেমনি ক্যারেক্টার প্লেø করেছি। আশা করছি কাজটা অন্য রকম একটা ভাইব দেবে।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত