শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ভৈরবে আগুনে পুড়ে গেছে চানাচুর কারখানা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট নামের একটি চানাচুর তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানাটির উৎপাদিত পণ্য, কাঁচামাল ও অবকাঠামো সব পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে একটার দিকে ভৈরব বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটির মালিক আরাফাত খন্দকার নিশাদ জানান, ওই সময় কারখানার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মাঝে সারা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে তার কারখানায় থাকা উৎপাদিত পণ্য ও কাঁচামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে ছাড়খার হয়ে যায়। এক টাকার মালামালও উদ্ধার করা যায়নি। এই ঘটনায় তিনি নি:স্ব হয়ে গেছেন।

ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাজু ভূঁইয়া জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানাটির আশেপাশের অনেক সম্পদ রক্ষা করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩৫/৪০ লাখ টাকার মালামাল পুড়ে থাকতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত