বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন...’, হৃতিক রোশনের চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

সিনেমার কাস্টিং কাউচ নিয়ে সরব হতে দেখা গেছে বহু অভিনেত্রীকে। ওপার বাংলার মিউজিক ইন্ডাস্ট্রিতেও এবার উঠেছে যৌন হেনস্থার খবর। এবার বলিউডে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী।
 
বলিউড সুপারস্টার হৃতিক রোশনের চাচা, জনপ্রিয় পরিচালক রাজেশ রোশনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন এই লগ্নজিতা। এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এমন গুরুতর অভিযোগ করেন ‘বসন্ত এসে গেছে’ খ্যাত এই গায়িকা। 
 
এসময় লগ্নজিতা চক্রবর্তী বলেন, ‘আমি তখন মুম্বাইয়ে বসবাস করি। তিনি আমাকে ফোন করে তার শান্তাক্রুজের বাড়িতে দেখা করতে বলেন। এটি ছিল বিলাসবহুল জায়গা, সুন্দরভাবে সজ্জিত। আমরা তার সংগীতের ঘরে বসেছিলাম। যেখানে সব ধরণের সুযোগ-সুবিধা এবং বাদ্যযন্ত্র ছিল। তিনি আমার পাশে বসেছিলেন। আমি ততক্ষণে বেশ কিছু বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়ে ফেলেছি। টেবিলে একটি আইপ্যাড ছিল এবং তিনি আমাকে আমার কিছু কাজ দেখাতে বললেন। আমি যখন আইপ্যাড ব্রাউজ করছিলাম, তখন তিনি আমার আরো কাছে চলে আসেন।’  


  
এই সংগীতশিল্পী আরও বলেন, ‘বিষয়টি আমি লক্ষ্য করি। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই নি। তারপর কোনো কথা না বলে, তিনি আমার স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন। অবস্থা এমন যে, এটা কোনো বিষয়ই না। আমি তাকে বেশি কিছু না বলে বেরিয়ে আসি।’

এ ঘটনার পর রাজেশ রোশানকে কড়া জবাব না দেওয়ার কারণ ব্যাখ্যা করে লগ্নজিতা বলেন, ‘এটা নিয়ে খুব বেশি হইচই করিনি। কারণ আমার মনে হয়, তিনি যে ব্যবহার করেছেন, এটি তার সমস্যা এবং তার ভুল। সেখানে আমার কোনো ভুল ছিল না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত