জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ একসময় প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর ভূমিকায় অভিনয়ের জন্য বিবেচিত হয়েছিলেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রযোজক বনি। তবে, সেই প্রকল্পটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
প্রয়াত কিংবদন্তি অভীনেত্রী শ্রীদেবীর স্বামী সেই সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘আমি দিলজিতের জন্য খুবই গর্বিত। আমি তাকে একটি ছবিতে কাস্ট করতে চেয়েছিলাম। আমরা এটি পরিকল্পনা করেছিলাম প্রিয়াঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় ছয়-সাত বছর আগে। প্রিয়াঙ্কা ছবির গল্পটি পছন্দ করেছিলেন এবং আমাদের বলেছিলেন যে এটি নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করছেন। ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে দিলজিৎকে তার স্বামীর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা দু’বছর পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে প্রকল্পটি এগোতে পারেনি।’
বনি কাপুর এখন খুশি যে তিনি ‘নো এন্ট্রি ২’ ছবিতে দিলজিতের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। এই ছবিতে দিলজিৎ ছাড়াও থাকবেন বরুণ ধাওয়ান এবং অর্জুন কাপুর। ছবিতে ১০ জন অভিনেত্রীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
বনি বলেন, ‘ডিসেম্বরে ছবির কাজ শুরু হবে। এখনও অভিনেত্রীদের নির্বাচন শেষ হয়নি, তবে ময়দান মুক্তির পর আমরা কাস্টিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’
বর্তমানে দিলজিৎ তার দিল-লুমিনাতি ট্যুর নিয়ে ব্যস্ত। ভারত ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই ট্যুরের ভারতীয় অংশ শুরু হয়েছে গত ২৬ অক্টোবর দিল্লি থেকে। দিলজিৎ ইতিমধ্যে জয়পুর, লখনউ, হায়দ্রাবাদ এবং আহমেদাবাদে পারফর্ম করেছেন। ট্যুরটি শেষ হবে ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে।
গায়ক-অভিনেতা হিসেবে দিলজিৎ দোসাঞ্জ তার প্রতিভার মাধ্যমে বলিউড ও আন্তর্জাতিক স্তরে নিজের অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি জিমি ফ্যালনের শোতেও তার উপস্থিতি দিয়ে আলোচনায় এসেছেন।
অন্যদিকে, ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করার পর স্বামীর সঙ্গে মার্কিনমুলুকে স্থায়ীভাবে বসবাস করছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ‘বারফি’ খ্যাত এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।