বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জ

যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এসআই ৫ দিনের রিমান্ডে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে এসআই কনকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে শাওন হত্যা মামলার ১৬নং এজহারনামীয় আসামি ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার বর্তমান কর্মস্থল ঢাকা ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর রেলীতে তৎকালীন ডিসি, এসপি ও অন্যান্যদের নির্দেশে পুলিশ বেপরোয়া গুলি চালিয়ে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মী পথচারী অফিসগামী কর্মীদের আহত করে। ওই দিন পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়। তৎকালে পুলিশ গুলি চালিয়ে শাওনকে হত্যা করলেও মামলায় বিএনপির ৫ হাজার নেতাকর্মীদের আসামি করেছিল।  আমরা সেদিনের ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়েছি। যেই চাইনিজ রাইফেল সীমান্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় সেই রাইফেল দিয়ে কার কার নির্দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে সেটা কনককে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। 

২০২২ সালের ১ সেপ্টেম্বর সালে শাওন নিহত হলেও ২ বছর পরে ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মো মিলন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত