খেলোয়াড়ি জীবনশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সক্রিয়দের একজন সাবেক তারকা ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন। তার কিছু কিছু পোস্ট মাঝে মধ্যেই আলোচনার হিড়িক যোগায়। তেমন এক পোস্ট দিয়েছেন পিটারসেন। চলতি দুর্দশার মধ্যে ভারতের ব্যাটিং কোচ হতে তিনি ‘প্রস্তুত’ আছেন বলে জানিয়েছেন।
১০৪ টেস্টের ক্যারিয়ারে ৪৭.২৯ গড়ে ৮ হাজার ১৮১ রান করেছেন পিটারসেন। আর সাম্প্রতিক সময়ে লাল বলে ব্যাটিংয়ে ভীষণ ভুগতে হচ্ছে ভারতকে। ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে। সেই সিরিজে একবার ৪৮ রানে অলআউট হয় ভারত।
তার পর অস্ট্রেলিয়া সফরে এসে প্রথম টেস্ট জিতলেও ব্যাটিং ইউনিটের ব্যর্থতায় ৩ টেস্ট হেরে সিরিজ খোঁয়াতে হয়। কিংবদন্তি সুনিল গাভাস্কারও গৌতম গম্ভীরের কোচিং স্টাফ নিয়ে সমালোচনা করেছেন। এমন অবস্থায় আগুনে ঘি ঢালার মতো এ মন্তব্য করলেন পিটারসেন।