বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে হামলা চালিয়েছে এক দুষ্কৃতিকারী। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সবই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন সাইফ। কিন্তু প্রশ্ন উঠেছে ডাকাতির রাতে কোথায় ছিলেন কারিনা?
জানা যায়, ওই রাতে নিজের ‘গার্ল গ্যাং’-এর সঙ্গে হাউস পার্টি করছিলেন কারিনা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন কারিনা, কারিশমা, সোনম ও রিয়া। যদিও পার্টি হয়েছিল সোনমের বোন রিয়ার বাড়িতে। সে রাতে পার্টির বেশ কিছু ছবিও নিজের ইনস্টাগ্রামে দেন কারিনা-কারিশমা।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। তিনি তার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।
কারিনা নিজেই তার বোনেদের সঙ্গে ডিনারের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে, তিনি লেখেন, ‘গার্লস নাইট ইন’। এর কিছুক্ষণ পরেই হামলার শিকার হন সাইফ।
এদিকে বৃহস্পতিবার সকালে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।