শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নারী শিক্ষার্থীদের জন্য ৭ দফা দাবি জবি ছাত্রশিবিরের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য ৭ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপাচার্য বরাবর এসব দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিতপ্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

জবি ছাত্রশিবিরের দাবিগুলো হলো: ছাত্রকল্যাণ দপ্তরে সহকারী পরিচালক হিসেবে একজন নারী শিক্ষক নিয়োগ দিতে হবে;  আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযুক্ত নামাজের স্থান বরাদ্দ করতে হবে। (চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও ব্যবস্থা নেওয়া প্রয়োজন); কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে; ক্যাম্পাসে (বিভাগের বাইরে সার্বক্ষণিক প্রবেশাধিকার আছে এমন স্থানে) নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে; ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে; আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছাত্রী হলের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগ দিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত