বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফলের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

'সস্তা ফলে সুস্থ জীবন' এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে এ সময় প্রায় চার শতাধিক ফল ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

উপস্থিত ফল ব্যাবসায়ীরা বলেন, ফল কোনো প্রকার বিলাসী পণ্য নয়। তাই আমরা ফলের ওপর এই বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চাই। ফলের ওপর শুল্ক বাড়ার কারণে আমাদের ব্যবসা পথে বসার উপক্রম হয়ে পড়েছে। যদি শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে আগামীতে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, আমাদের বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতিতে প্রায় ১২শ ফল ব্যবসায়ী রয়েছে। নতুন করে ফলের ওপর শুল্ক ধরার কারণে আমাদের ব্যবসা প্রায় বন্ধের দিকে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যেই ফলের ওপর এই বর্ধিত শুল্ক প্রত্যাহার চাই।

সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, নতুন করে ফলের ওপর শুল্ক বর্ধিত করার ফলে সাধারণ মানুষ ফল ক্রয় করতে পারছে না। তাই আমাদের ফল বিক্রি কমে গেছে। যার ফলে ব্যবসা প্রায় পথে বসার দিকে। যদি ফলের ওপর শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা নতুন করে আর ফল ক্রয়-বিক্রয় করবো না। তারপরেও যদি শুল্ক প্রত্যাহার করা না হয়। তাহলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এ সময় তাদের হাতে নানা ধরনের লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত