সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা হরতাল ৩ ঘণ্টা পর প্রত্যাহার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত করায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনির্দিষ্টকালের সকাল-সন্ধ্যা হরতাল ৩ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। দুওসুও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করে দ্রুত সম্মেলনের আশ্বাস দেন। পরে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সমাধান করতে চেয়েছেন। এর প্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শনিবার সকাল ৮টায় জেলা শহর থেকে বালিয়াডাঙ্গী উপজেলার প্রবেশদ্বারে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল পালন করেছে। এতে ঠাকুরগাঁওয়ের সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় রাস্তার দুইপাশে যানবাহন আটকা পড়ে।

হরতাল পালনকারী বিএনপির নেতারা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলন পহেলা ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। শুক্রবার দিবাগত রাতে আকস্মিকভাবে সেই সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি। এরই প্রতিবাদে হরতালের ডাকদেয় স্থানীয় বিএনপি। শুক্রবার রাত ১২টার দিকে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে।

বিএনপি নেতা জুলফিকার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে ভোট বাতিল করা মানে আমাদের মতামতকে দমন করা। আমরা চাই গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন হোক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত