দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম গতকাল বুধবার দুপুরে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে অভিযান চালিয়েছে। জেলার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আলাওলপুর ইউনিয়নের স্বাস্থ্যসহকারী হিসেবে নুসরাত জাহান সম্প্রতি যোগ দেন। তার স্বামীও একই ইউনিয়নে স্বাস্থ্যসহকারী হিসেবে কর্মরত আছেন। নুসরাত বাবার ঠিকানা ব্যবহার করে স্বামীর ঠিকানা গোপন করেছেন। স্বাস্থ্যসহকারী নিয়োগের লিখিত পরীক্ষায় অন্য সাত প্রার্থী নুসরাতের চেয়ে বেশি নম্বর পান। কিন্তু মৌখিক পরীক্ষায় একমাত্র নুসরাতকে পাস করানোসহ শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগ পায় দুদক। দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘অভিযানে এসে নুসরাতের নিয়োগে অনিয়মসহ প্রাথমিক আরও কিছু অনিয়ম পেয়েছি।’