আগামী সপ্তাহে জনগণের জন্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ‘পাবলিক টয়লেট’ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সংগঠনের কর্মীরা মহানগর আওয়ামী লীগের পাশের ভবনে জেলা আওয়ামী লীগের অফিসে স্থাপন করা নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলে। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।
সমাবেশে শেষে মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, ‘আওয়ামী লীগের কোনো নাম নিশানা কুমিল্লার মানুষ আর দেখতে চায় না। তাই এ সংগঠনের অফিস আর কুমিল্লায় থাকবে না। জনগণের জন্য এ অফিস ‘পাবলিক টয়লেট’ হিসেবে আমরা আগামী সপ্তাহে তৈরি করে দিব।’
এছাড়াও ওই ভবনের সামনের খালি স্থানটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দেন তিনি। এরপর রাত থেকেই সেখানে এর কার্যক্রম শুরু হয়।
এ সময় সংগঠনের সদস্য সচিব রাশেদুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষ হওয়ার পর অফিসের সামনের খালি স্থানে সিএনজি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে সিএনজি অটোরিকশা আনতে দেখা যায়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আসবাবপত্র লুট করে নেয়। এরপর কয়েক দফায় ৯ তলা বিশিষ্ট ওই ভবনের মালামাল লুট চলে। বর্তমানে ওই ভবনের কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।