সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার আহসানমারা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জমির হোসেন (৩০) ও আলী নূর (২৬)।
জানা যায়, সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন।
পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী দেশ রূপান্তরকে জানান, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।