মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অধিনায়ক রোহিতই এখন ভারতের বড় সমস্যা!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ এএম

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, অথচ ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে রান নেই। ফর্মে ফেরার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ভারতের সাবেক বিশ্বকাজপয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, রোহিতের ফর্ম তার নেতৃত্বেও প্রভাব ফেলছে। আর এ কারণেই ভোগান্তিতে পড়েছে ভারত।

আজ রবিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে ভারত। তার আগে রোহিতকে নিয়ে কপিল বলেছেন, ‘রোহিত নিঃসন্দেহে বড় ক্রিকেটার। আশা করছি সে তাড়াতাড়ি ফর্মে ফিরবে। সারাদেশ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তার ব্যাটে রান নেই। রোহিতের জন্যই ভারতের সমস্যা বাড়ছে। দল হিসেবেও অনেক সময় খারাপ খেলছে। অধিনায়ক খারাপ ফর্মে থাকলে দল সমস্যায় পড়ে; সেটাই দেখা যাচ্ছে। খারাপ ফর্ম তার নেতৃত্বেও প্রভাব ফেলছে।’

শেষ ১০টি ইনিংসে মাত্র ৭০ রান করেছেন রোহিত। তিনটি ইনিংসে দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন। সর্বোচ্চ রান ১৮। নাগপুরে প্রথম ওয়ানডেতে করেছেন মাত্র ২ রান। খেলা শেষে রোহিতকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা সাংবাদিককেই প্রশ্ন করেন, ‘এটা কী ধরনের প্রশ্ন?’ দলের বাকিদের ব্যাটিং নিয়ে কথা বললেও নিজেকে নিয়ে একটিও কথা বলেননি রোহিত। তবে তার ফর্ম নিয়ে যে সবাই চিন্তিত- সেটা কপিলের কথাতেই স্পষ্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত