শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লঙ্কান কিংবদন্তির কাছে ভারত-পাকিস্তানই ফেবারিট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। ক্রিকেটবিশ্ব জুড়ে চলছে নানারকম বিশ্লেষণ আর সম্ভাব্য চ্যাম্পিয়নকে নিয়ে ভবিষ্যদ্বাণী। এই ট্রেন্ডে এবার যোগ দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন। তিনি ভারত ও পাকিস্তানকে ফেবারিট হিসেবে দেখছেন। পাশাপাশি এবারও এই দুই দেশের মাঝেই তিনি ফাইনালের আশা করছেন।

সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা এএনআইকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৩৪৭ উইকেটশিকারি মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’

মুরলিধরন নিজেও ২০০২ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। কিন্তু মুরলির দেশ এবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারের টুর্নামেন্টের উইকেট স্পিনবান্ধব হবে বলেই আশা করছেন মুরলি, ‘রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনারই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টে সত্যিই ভালো করবে, উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ‘হাইব্রিড মডেলে’ শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। দেশটির দুই ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তা আছে। কিন্তু ৫২ বছর বয়সী মুরলি তাদের ফর্মহীনতাকে পাত্তাই দিতে চান না, ‘সবসময়ই বলি, ফর্ম ক্ষণস্থায়ী, মানটা চিরস্থায়ী। তারা গ্রেট খেলোয়াড়, তাই ফর্মে ফিরবেই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত