ঢাকার মঞ্চনাটকে দর্শক উপস্থিতি বাড়াতে এবং নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে `ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫` আয়োজন করা হচ্ছে। ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসবে এক টিকিটে ১৪টি নাটক উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।
আয়োজক পর্ষদের পক্ষে মো. আকতারুজ্জামান জানান, একটি টিকিট কিনে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাটক দেখা যাবে। তিনি জানান, এই ‘সিজন টিকিট’ পাওয়া যাবে মাত্র ১ হাজার টাকায়। এ ছাড়া মান ভেদে প্রতিদিনের টিকিটও পাওয়া যাবে ৫০০, ৩০০ ও ২০০ টাকায়। উৎসবের প্রথম পর্যায়ের নাটকগুলো মঞ্চস্থ হবে রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।
উৎসবের প্রথম পর্যায়ে ১৪ দিনব্যাপী এই আয়োজন চলবে, পর্যায়ক্রমে মোট ৮৫টি নাট্যদলের ৮৫টি নাটক নিয়ে ঢাকার বিভিন্ন মঞ্চে প্রদর্শনী হবে। এই উদ্যোগের মাধ্যমে মঞ্চনাটকের চর্চায় গতিশীলতা আনতে এবং দর্শক উপস্থিতি বাড়াতে কাজ করছে ঠান্ডু রায়হানক আহ্বায়ক ও কামাল আহমেদকে সদস্য সচিব করে সম্প্রতি ঢাকা মহানগর নাট্য পর্ষদ গঠন করা হয়েছে।
উৎসবের বিস্তারিত সময়সূচী এবং অংশগ্রহণকারী নাট্যদলগুলোর তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। নাট্যপ্রেমীদের এই উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।