মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আচারের বৈয়ামে মিলল ১২ লাখ টাকার ইয়াবা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা বিক্রির সময় মামুন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় মামুনের কাছ থেকে একটি আচারের বৈয়ামে ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দক্ষিন কেরানীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে খবর আসে দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন আগানগর ব্রিজ ঘাট এলাকায় অবৈধ মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। সংবাদের ভিত্তিতে দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই কামরুল ও এএসআই মো. হাসমত উল্লার সমন্বয়ে একটি টিম আগানগর ব্রিজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। মাদক কেনাবেচার সময় তারা এক মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, আমাদের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। তারা সেখান থেকে মামুন (৩৫) নামে এক মাদক কারবারীকে ধরতে সক্ষম হয়। এ সময় সাইদুল (৪৪) নামে অপর মাদক কারবারী পালিয়ে যায়।। মামুনকে আটকের পরে তাকে তল্লাশী করে তার সাথে থাকা একটি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় আচারের বৈয়ামে ৩৮০০ পিস ইয়াবা ও আরেকটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা খুঁজে পায় । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

প্রাথমিক জিঞ্জাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত মামুন, ও পলাতক অন্যজন সাইদুল দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১০ (খ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত