সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রুবেল চন্দ্র পাল (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারারক্ষীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন রুবেল চন্দ্র পাল। কারাচিকিৎসকের পরামর্শে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কারারক্ষীরা। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রুবেল চন্দ্রের বাবার নাম দিলীপ চন্দ্র পাল। রুবেলের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তার মামলার বিবরণ জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত