সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণও করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের কোস্ট গার্ডের সদর দপ্তরে বাহিনীটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘তৌহিদি জনতার মব’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এমন মন্তব্য করেন।
এদিকে এদিন মুন্সীগঞ্জের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শয়তান যতদিন থাকবে, ততদিন অপারেশন ডেভিল হান্ট অভিযান চলবে। গতকাল তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গতকাল আগারগাঁওয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সব জনতাই বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে। তবে আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করছি। সব জনতা নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোন ধরনের জনতা কীসের জন্য মব ক্রিয়েট করে সেটার ব্যাপারে গণমাধ্যমকেও খেয়াল রাখতে হবে। দেশের জন্য যেটা উপকারী সেটা দেখতে হবে, করতে হবে। ব্যক্তিগত লাভের থেকে দেশের জন্য যেটা লাভজনক সেটা বেশি দেখতে হবে।’
কোস্ট গার্ডের কর্মকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কোস্ট গার্ড আমাদের নদীপথ ও সমুদ্রের উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তারা এটি খুব ভালোভাবে করে যাচ্ছে। আপনারা জানেন, মিয়ানমার সীমান্তে মাঝে মাঝে সমস্যা হয়। কোস্ট গার্ড সফলতার সঙ্গে সমাধান করছে। বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের সীমানায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। এসব ক্ষেত্রেও কোস্ট গার্ড ভালো ভূমিকা রাখছে।’
এ সময় দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি আমাদের সব জায়গায় গ্রাস করে নিয়েছে। এই দুর্নীতি যদি কমানো যায় তাহলে সব সেক্টরে উন্নতি হবে। আমাদের বড় সমস্যা এটা। যদি আমরা দুর্নীতি করি আপনারা সেটা প্রকাশ করে দেন।’
শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী নির্বাচনে প্রিসাইডিং অফিসার কিংবা সহকারী প্রিসাইডিং অফিসারদের রাজনৈতিক নেতাকর্মীরা প্রভাব দেখাতে পারবে না। এটি শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতা আছে, যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চায় না। তবে শিক্ষকরা যখন নির্বাচনকালে প্রিসাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছোটেন বিশেষ সুবিধার জন্য।
ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনিয়াসহ আরও অনেকে।