বকেয়া টাকা পরিশোধ না করায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বাকিতে তেল দিচ্ছে না। এ কারণে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্স সেবা বন্ধের নোটিসও টানিয়ে দেওয়া হয়েছে।
যাদের সামর্থ্য আছে, তারা বেশি টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন। যাদের সামর্থ্য নেই, তারা রিকশা-ভ্যান বা অটোরিকশায় করে রোগীদের নিয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তেল বরাদ্দ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তেল বরাদ্দ পাওয়া গেলে আবার অ্যাম্বুলেন্স সেবা চালু করা সম্ভব হবে। তবে কবে নাগাদ এ সেবা চালু হবে তা বলা যাচ্ছে না।
গত শনিবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতাল প্রাঙ্গণের উত্তর-পূর্ব পাশের গ্যারেজে হাসপাতালের অ্যাম্বুলেন্স রাখা আছে। তানোর পৌর সদরের বাসিন্দা শাকিল বলেন, তিনি তার অসুস্থ চাচিকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স নিতে চাইলে তাকে জানানো হয়, হাসপাতালের অ্যাম্বুলেন্স বন্ধ রয়েছে। পরে তাকে প্রায় চারগুণ টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়।
তালন্দ ইউনিয়নের বাসিন্দা সোহেল রানা বলেন, ‘আমার ছোট ভাইকে তানোর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় বিপাকে পড়তে হয়েছে। সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে পরে দেড় হাজার টাকা দিয়ে মাইক্রোবাস ভাড়া করে রাজশাহী হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক আবদুস সালাম বলেন, ‘অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ না আসায় সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। পাম্পে তেলের অনেক টাকা বাকি আছে। পাম্প কর্তৃপক্ষ আর বাকি দিতে রাজি না হওয়ায় অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’ তিনি জানান, তানোর হাসপাতাল থেকে রাজশাহী যেতে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া প্রায় দেড়/দুই হাজার টাকা। আর সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ৬০০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা বলেন, গত ১০ ফেব্রুয়ারি থেকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ না পেলে অ্যাম্বুলেন্স সেবা চালু করা সম্ভব হবে না।
রাজশাহীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন জানান, তানোরসহ কিছু উপজেলায় সমস্যা হয়েছে। তেলের বরাদ্দ যাতে দ্রুত পাওয়া যায়, সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিগগিরই বিষয়টি সমাধান হয়ে যাবে।