শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘পাকিস্তান দুর্বল, ভারতের ধারেকাছেও নেই’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। তবে সেই পাকিস্তান দল এখন আর আগের মতো নেই। পরবর্তী সময়ে বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইভেন্টে ভারতের বিপক্ষে ৬টি ওয়ানডে খেলে পাকিস্তান হেরেছে পাঁচটিতে, অন্যটি হয়েছে পরিত্যক্ত। তাই চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

ওয়ানডে ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের ৭৩টি জয়ের বিপরীতে ভারতের জয়ের সংখ্যা ৫৭টি। কিন্তু পাকিস্তানের সেই স্বর্ণযুগ আর নেই। ২০১১ সাল থেকে ভারতের বিপক্ষে ১৫টি ওয়ানডেতে খেলে পাকিস্তান জিতেছে মাত্র ৪টিতে। তাই মাঞ্জরেকার বলেছেন, ‘পাকিস্তান এখন ভারতের মানের কাছাকাছিও নেই। সাম্প্রতিক সময়ে ভারত পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে, আর এবার পাকিস্তান তো আরও দুর্বল।’

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। সেখানকার উইকেট যে স্পিন সহায়ক, তা বাংলাদেশ-ভারত ম্যাচেই প্রমাণিত হয়েছে। পাকিস্তানের স্পিন আক্রমণেও ঘাটতি দেখছেন মাঞ্জরেকার, ‘এই কন্ডিশনে সফল হতে ভালো স্পিনার দরকার, কিন্তু পাকিস্তান দলে শুধু একজন বিশেষজ্ঞ স্পিনার আছে—আবরার আহমেদ। তারা সালমান আগা বা খুশদিল শাহকে ব্যবহার করতে পারে, তবে তারা ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলার জন্য যথেষ্ট নয়। পেস বোলিংয়েরও খুব একটা প্রভাব পড়বে না।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। চারদিকে সাজসাজ রব পড়ে যাওয়া। গত এক দশকে ভারতের প্রায় একতরফা পারফরম্যান্সের পরও এই ম্যাচের উত্তেজনা কমেনি বলে মনে করেন মাঞ্জেরেকার, ‘এই লড়াইয়ের উত্তেজনা একটুও কমেনি। মানের দিক থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি কিছুটা ভালো হতে পারে, তবে যদি কোনো ভারতীয় বা পাকিস্তানি সমর্থককে জিজ্ঞেস করেন, তারা অবশ্যই রবিবারের ম্যাচটাই বেছে নেবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত