রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

টি-টোয়েন্টিতে আবারও বাদ বাবর, সঙ্গে রিজওয়ানও

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফর্মেন্সের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হলো না বাবর আজমের। সেইসঙ্গে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে আর টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও ওয়ানডে দলে টিকে গেছেন বাবর-রিজওয়ান।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাবর-রিজওয়ানদের ছাড়াই খেলেছিল পাকিস্তান। ওই সিরিজে নেতৃত্ব দেওয়া সালমান আগা কিউইদের বিপক্ষেও নেতৃত্ব দেবেন। তার সহকারী হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন শাদাব খান। এদিকে ওয়ানডেতে বাবর-রিজওয়ান থাকলেও, জায়গা হয়নি দুই প্রধান পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের।

টি-টোয়েন্টি দিয়ে প্রথমবার পাকিস্তানের জাতীয় দলে ডাক পেলেন হাসান নেওয়াজ ও আবদুল সামাদ। এছাড়া হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেললেও প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ওমাইর ইউসুফ। বাঁ-হাতি পেসার আকিফ জাভেদও প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন। আসন্ন সিরিজে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : মোহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।

নিউজিল্যান্ড সফরের সূচি:

১৬ মার্চ – প্রথম টি-টোয়েন্টি, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

১৮ মার্চ – দ্বিতীয় টি-টোয়েন্টি, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন

২১ মার্চ – তৃতীয় টি-টোয়েন্টি, ইডেন পার্ক, অকল্যান্ড

২৩ মার্চ – চতুর্থ টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই

২৬ মার্চ – পঞ্চম টি-টোয়েন্টি, স্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন

২৯ মার্চ – প্রথম ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার

২ এপ্রিল – দ্বিতীয় ওয়ানডে, সেডন পার্ক, হ্যামিল্টন

৫ এপ্রিল – তৃতীয় ওয়ানডে, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত