মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

দুবাইয়ে ভারতের বাড়তি সুবিধা নিয়ে যা ভাবছেন উইলিয়ামসন

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে সব ম্যাচ দুবাইয়ে খেলায় ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে জোরেশোরেই চলছে আলোচনা। গতকাল লাহোরের দ্বিতীয় সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ফাইনালে তোলার পর এবার চর্চিত এ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন কিউই তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।

আসরে সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলার কারণে কন্ডিশন সম্পর্কে অন্য দলের চেয়ে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে ভারত। এটা মেনে নিয়েই তাদের বিপক্ষে খেলতে নিজেদের প্রস্তুত বলে মন্তব্য করেছেন উইলিয়ামসন। বলেন, ‘আমার মনে হয়, সেখানে (দুবাই) বেশ কয়েকবার খেলার কারণে তাদের (ভারত) স্পষ্ট ধারণা আছে যে, তারা সেখানে কীভাবে খেলতে চায়। বিষয়টা এখানে আমাদের সুবিধার মতোই, কারণ এই ভেন্যুতে (লাহোর) আমরাও বেশ কয়েকবার খেলেছি। আমার মনে হয় ক্রিকেটের অংশ এটা।’

উইলিয়ামসন যোগ করেন, ‘অবশ্যই (দুবাইয়ের) কন্ডিশন অনেক আলাদা। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচটা আমাদের জন্য ভালো ছিল। এর সত্যিই কিছু ভালো দিক আছে। ভারত অসাধারণ দল এবং সত্যিই ভালো খেলছে। তাই সেখানে আমাদের সবশেষ ম্যাচ থেকে কিছু শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ। ফাইনালে যে কোনো কিছু হতে পারে।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এ মাঠেই ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলেছিলেন কেন। যদিও ম্যাচটি তারা হেরে গিয়েছিলেন ৪৪ রানের ব্যবধানে। ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরে কেনিয়ার নাইরোবিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলেন কিউইরা। এর পর আর কোনো আইসিসি শিরোপা জেতেনি নিউজিল্যান্ড। দুবাইয়ে নাইরোবির পুনরাবৃত্তি করতে চাইবেন কেন উইলিয়ামসনরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত