মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নারীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি, সেই যুবক আটক

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম

অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, একটি ফেসবুক পেজে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে দেখা যায়, তিনি পাগলের বেশ ধরে নারীদের হিজাব ছাড়া ঘর থেকে বের না হতে তাদের প্রতি অশালীন মন্তব্য করছেন। এসব তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সমাজের সব নারীদের হেয় করছেন। তিনি আরও বলছেন যে হিজাব না পড়লে ধর্ষিত হবেন। নারীদের প্রতি তার মন্তব্য অনেক আপত্তিকর। ভিডিওতে তাকে কম বয়সী মেয়েদের প্রতিও অশালীন মন্তব্য করতে দেখা যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘ভিডিওর মাধ্যমে তিনি সমাজে নারীদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছেন। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত