রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৭

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:৩৩ পিএম

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে সাঁড়াশি অভিযানে ১৯৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ সময় মামলা হয়েছে আরও ৫৫টি। বুধবার ডিএমপির গণমাধ্যম জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাত দিয়ে ডিসি বলেন, গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ১৪ জন ডাকাত, ১২ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৩ চাঁদাবাজ, ১২ চোর, ৯ মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত সাতটি চাপাতি, ছয়টি চাকু, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, একটি দা, দুটি ডিক স্টপার, তিনটি মোবাইল ফোন, একটি ব্লুটুথ, পাঁচটি বাল্ব, ১০টি লোহার নাট, একটি প্লায়ার্স, একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১১৬ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন ও ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়।

বিভিন্ন অপরাধে জড়িত আরও ৩৭ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর, আদাবর ও কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পরিচালিত অভিযানে মোহাম্মদপুর থানা কর্তৃক ১৩ জন, আদাবর থানা কর্তৃক ১৩ জন ও কোতোয়ালি থানা কর্তৃক ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, মাদক কারবারি, সাজা পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত