রুদ্ধশ্বাস ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে আতলেতিকোর হয়ে গোল মিস করেছেন জুলিয়ান আলভারজে ও মার্কোস ইয়োরেন্তে। দুজনের মধ্যে আলভারেজের গোল বাতিল হয়েছে অদ্ভুত কারণে। তার গোল বাতিল হওয়া নিয়ে অনেকের মনেই সংশয় আছে। আসলে কী হয়েছিল তখন?
ডান পায়ে শট নেওয়ার আগমুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে বলে তার বাম পা লেগে যায়; যাকে বলে ‘ডাবল টাচ’। ফুটবলের আইনে ডাবল টাচে গোল হয় না। তাই বল জালে জড়ালেও শেষ পর্যন্ত গোল হয়নি। রেফারি সিজমন মারচিনিয়াক প্রথমে গোলের সিদ্ধান্ত দিলেও পরে ভিএআর থেকে সংকেত আসার পর তিনি গোল বাতিল করেন।
আলভারেজের বাতিল হওয়া সেই গোলই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আইএফএবি’র ১৪.২ নম্বর আইনে বলা আছে, ‘যদি শ্যুটার তার শট নেওয়ার পর আবার বল স্পর্শ করেন, তাহলে সেটি অনিয়ম হিসেবে গণ্য হবে এবং ফ্রি-কিক দেওয়া হবে।’ যেহেতু এটি টাইব্রেকার, তাই ফ্রি-কিকের পরিবর্তে শুধু আলভারেজের গোলটি বাতিল করা হয়। আলভারেজ এই আইনটা জানতেন, তাই রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করেননি।