গেল বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে নির্ধারিত ৯০ মিনিটে আতলেতিকো ১-০ তে এগিয়ে থাকায় দুই লেগ মিলে ২-২ সমতা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
ফলে মাঠে একটু বেশি সময়ই কাটাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ ক্লাবটি ৭২ ঘণ্টার মধ্যে ফের মাঠে নামছে। লা লিগায় শনিবার ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের কোচ আনচেলত্তি সূচি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। “অন্তত ৭২ ঘণ্টা বিশ্রামও মিলছে না। আমি বুঝতে পারছি না, কিন্তু আমাদের করারও কিছু নেই। এই সময়ের মধ্যে আমাদের ভ্রমণ করতে হবে এবং খেলতে হবে। এটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয়, রিকোভারির জন্য অন্তত ৭২ ঘণ্টা সময় দেওয়া উচিত। কিন্তু… যে সূচি আমাদের আছে… আশা করি, কোনোদিন এটা পাল্টাবে।”
“তাদের কাছে অগ্রাধিকার অর্থ, টেলিভিশন স্বত্ব… খেলোয়াড়দের রিকোভারি নয়। যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু তাদের মনে এটাই থাকে সবার শেষ। এতে চোটের ঝুঁকি বাড়ে'', বলেছেন আনচেলত্তি।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে প্রথম অনুশীলনে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় ভিনিকে নিয়ে।
আনচেলত্তি বলেন, 'ভিনির কোন সমস্যা নেই, সে কিছুটা ক্লান্ত তাই একদিন বেশি বিশ্রাম দিয়েছি। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরবেন।'