দিনভর ল্যাপটপে মুখ গুঁজে পড়ে থাকতে হয়। একটার পর একটা কাজ স্রোতের মতো আছড়ে পড়তে থাকে। মাঝেমাঝে মুখ তুলে তাকানোর সময় পর্যন্ত থাকে না। আর সারা দিন এত পরিশ্রম করে বাড়ি ফিরেই দু’চোখে ঘুম চলে আসে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হয় ত্বক। প্রতিদিনের ব্যস্ততায় ত্বকের যত্নে আলাদা করে সময় ব্যয় করা হয় না। ছুটির দিনেও ত্বকের পরিচর্যা করতেও অলসতা ঘিরে ধরে অনেককে। তবে ত্বকের দেখাশোনায় শুধু ৭ মিনিট খরচ করলেই হবে। বাড়তি পরিশ্রম করার দরকার হবে না।
১) সারা দিনের ধুলা, বালি, ময়লা ত্বকে জমে থাকে। বাড়ি ফিরে তাই প্রথমেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তাতে ত্বকে জমে থাকা ময়লা বাইরে বেরিয়ে যাবে। ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে।
২) এর পর আসে টোনিং-এর ধাপ। ত্বকের জন্য টোনার ভীষণ উপযোগী। তাই ফেসওয়াশের পরেই টোনার ব্যবহার করতে হবে। টোনার ত্বক টান টান এবং আর্দ্র রাখে।
৩) রাতে ঘুমোনোর আগে ত্বকে নারকেল তেল মালিশ করতে পারেন। ত্বক ভিতর থেকে সতেজ, সজীব থাকবে। ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেবে না নারকেল তেল।
৪) রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেস সিরাম ব্যবহার করা জরুরি। ত্বকের দাগছোপ দূর করতেও সিরামের জুড়ি মেলা ভার।
৫) চোখের কোণে কালির ছাপ? চোখের নীচটা একটু ফোলা? তা হলে অতি অবশ্যই রাতে ঘুমানোর আগে আইক্রিম ব্যবহার করুন। আইক্রিম চোখের কোণের কালি তুলে দিতে সক্ষম।