রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

স্থগিত ম্যাচ নিয়ে আপিল করবে বার্সেলোনা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৯:৫২ এএম

ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বার্সেলোনা দলের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ওসাসুনার বিপক্ষে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত হয়েছিল। এবার সেই ম্যাচের নতুন দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। 

জানা গেছে, নতুন সূচিতে ম্যাচটি হলে রাফিনহা এবং রোনাল্ড আরাউহোকে পাবে না হান্সি ফ্লিকের দল। কারণ, ২১ ও ২৫ মার্চ ব্রাজিল ও উরুগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। এছাড়া ৩০ মার্চ জিরোনোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। অন্যদিকে ওসাসুনাও বিপদে পড়বে। কারণ পরদিন তাদের আবার আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ আছে।

উল্লেখ্য, লা লিগার ম্যাচটি বার্সেলোনার মাঠে গত ৮ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের কয়েক ঘন্টা আগে টিম হোটেলে মারা যান কাতালান দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া। ততক্ষণে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল দুই দলের খেলোয়াড়রা। খেলা শুরুর নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত