রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মাঝরাতে যশোরে ইজারাদারকে গুলি করে হত্যা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম

যশোর শহরের রেল বাজার ইজারাদার মীর সাদিকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে রেলগেট এলাকায় বেসরকারি পঙ্গু হাসপাতালের সামনে তার বুকে গুলি করা হয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুকে একাধিক গুলিবিদ্ধ সাদিকে যশোর জেনারেল হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভিতরে তার মৃত্যু হয়। মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। 

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক খান মাইদুল ইসলাম জানান, মোটরসাইকেলে বসে বাড়ি যাওয়ার পথে পঙ্গু হাসপাতালের সামনে সুমন ওরফে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রেল বাজার নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত