বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ ৫ ডাকাত আটক

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:৩২ পিএম

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন ধরনের সরঞ্জামাদিসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত দেড়টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকার লালন সিএনজি এন্ড ফিলিং স্টেশনের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফাঁকা জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে।  

এসময় তাদের কাছ থেকে একটি সাদা ও হলুদ এবং একটি নেবি ব্লো রংয়ের পিকআপ, রামদা, হাসুয়া, ছুরি, মার্বেল, গুলাইল, কাঠের তৈরি স্ট্যাম্প ও তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।  

আটককৃত সদস্যরা হলো- শরিয়তপুর জেলার সখিপুর গ্রামের মৃত আঃ আজিজ খাঁর ছেলে দুলাল খাঁ ওরফে ভুট্টা (৩৫), মনির খাঁ (৪০), পাবনা জেলার সাথিয়া থানার ঘুগুদাহ গ্রামের আহাদ আলী প্রামানিকের ছেলে মোঃ মিলন প্রামানিক (৩২), শরিয়তপুর জেলার নড়িয়া থানার আটগ্রাম গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে মোঃ ইব্রাহিম (২৯), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর ব্যান্ডিসমিল এলাকার ফরিদ হোসেনের ছেলে হাসান ওরফে হোসেন (২৯)।  

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফাঁকা জায়গা থেকে দুটি পিকআপ ভ্যানসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত