পিরোজপুরের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
মঙ্গলবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুদক। যার মামলা নং ০৩/২০২৫, ০৪/২০২৫। তারিখ ১৯/০৩/২০২৫। তারা দুজন সম্পর্কে স্বামী স্ত্রী।
মামলার বিবরণীতে দেখা গেছে, মজিবুর রহমান খালেক তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯৩৪ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া সালমা রহমান হ্যাপী তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৮০ লাখ এক হাজার ২৮৯ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখল রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তাছাড়া মজিবুর রহমান খালেকের নামে জেলার বিভিন্ন মৌজায় ১৫.৪৫ একর জমি, মাছিমপুর মৌজার ম্যাটারনিটি সড়কে আবাসিক বাড়ি,ও এ এগ্রো ফুড লিমিটেড নামীয় কোম্পানীর ভবন এবং মেশিনারিজ ক্রয়, একই কোম্পানির শেয়ার ক্রয়, ব্যাংক জমার স্থিতি, বীমা পলিসি বাবদ টাকা, আইচ ফ্যাক্টরি নির্মাণ,মেসার্স তৌকির কনস্ট্রাকশন নামে ঠিকাদারি ব্যবসা,মেসার্স অভি ট্রেডার্স, মেসার্স অভি ব্রিকস নামে ইট ভাটায় বিনিয়োগসহ অন্যান্য অস্থাবর সম্পদসহ মোট ৫ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৩৮০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন দুদক।
সালমা রহমান হ্যাপীর নামে পিরোজপুর জেলার বিভিন্ন মৌজায় ১০.০৬৫ একর জমি, মাছিমপুর মৌজায় ১৮ শতক জমিসহ একটি দালান ঘর, শহরের আমলাপড়া এলাকায় সেমি পাকা একটি দালান ঘর, রাজধানী ঢাকার পল্লবী থানার কাউনিয়া মৌজায় ৫ কাঠা জমি ক্রয়, মেসার্স আবির এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারি ব্যবসা, টয়োটা এলিয়ন নামীয় ব্যক্তিগত গাড়ি ক্রয়, ব্যাংক জমার স্থিতি ও বীমা পলিসি বাবদ টাকা, বিভিন্ন ব্যাবসায় বিনিয়োগ সহ মোট ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকার স্থাবর – অস্থাবর সম্পদের তথ্য পেয়েছেন দুদক।
দুদক পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের উভয়ের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপুর্বক নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে মজিবুর রহমান খালেক এবং সালমা রহমান হ্যাপীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।