সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:৩৫ এএম

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তারা ঢাকা, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারত ফেরত কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যায়। এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করে। গতকাল যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এসব কিশোর-কিশোরীকে দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত