ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে বিশ্বব্যাপী নগর উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ক বড় সম্মেলন ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫’। ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ভাইটাল স্ট্র্যাটেজিজ ও প্যারিস সিটি কর্তৃপক্ষের আয়োজনে আয়োজিত এই সম্মেলনে ৬১টি শহরের মেয়র ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ অংশ নিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ঢাকাকে শুধু হেলদি বা গ্রীন সিটি বললেই চলবে না—আমরা চাই এটি হোক ‘ন্যায্যতার শহর’। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন না হলে শহরের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’
তিনি জানান, গুলশান-বনানীতে অনেক উন্নয়ন হয়েছে, এবার নজর দিতে হবে বাকি এলাকাগুলোর দিকে।শহরে আইনশৃঙ্খলা রক্ষায় সিটি পুলিশ ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
এছাড়া নগর ছাত্রাবাস, বিশ্রাম কেন্দ্র, ও পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি। সামিটে WHO-এর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ‘শহরগুলো অসংক্রামক রোগ ও আঘাতের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম ফ্রন্টলাইন।’
তিনি আরও বলেন, ‘সকলের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ শহর গড়তে WHO সিটি কর্তৃপক্ষগুলোর সঙ্গে কাজ করে যাবে।২০১৭ সালে শুরু হওয়া ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ’ এখন ৭৪টি শহরের একটি বৈশ্বিক নেটওয়ার্ক।’