চেক প্রতারণার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
আইএফআইসি ব্যাংকের চার কোটি ১৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছিল। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ১৮ জানুয়ারি সাকিবসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।