চট্টগ্রামের চন্দনাইশে ভিজিএফ চালের কার্ড নিয়ে বাগবিত-ার জেরে বিএনপি-এলডিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়ন মাঠে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি আহমদুর রহমান বানু, আবু ছৈয়দ, মোহাম্মাদ আলী, খোকা, মিটু, হায়দার, ইব্রাহিম খোকন, নাজিম, টিপু এবং আনোয়ার।
জানা গেছে, সোমবার দুপুরে কাঞ্চনাবাদ ইউপি সদস্যের কাছে ভিজিএফ চালের কার্ড নিতে গেলে বিএনপি সমর্থিত নওসা মিয়া ও এলডিপি সমর্থিত আবু ছৈয়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। এটা নিয়ে একপর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে আহমদুর রহমান বানু ও খোকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মারামারির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কোনো পক্ষ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’