রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ৬ জন আহত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রামগতি-কমলনগর সড়কের মিল্লাত একাডেমী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকসাচালক নিজাম উদ্দিন (৪৫) কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার আলী আকবরের ছেলে। 

জানা গেছে, যাত্রী নিয়ে অটোরিকসাটি হাজিরহাট থেকে রামগতির করুনানগরের দিকে যাচ্ছিল। মিল্লাত একাডেমী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা পিকআপভ্যানের সাথে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকসা চালকসহ ৭জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা  অটোরিকসা চালক নিজাম উদ্দিন মারা যান। 

কমলনগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৬জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পিকআপভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত