হৃদরোগে আক্রান্ত হয়ে তামিম ইকবাল এখন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে নিয়ে গতকাল থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল শঙ্কা। হার্ট বন্ধ হয়ে গিয়েছিল তামিমের। চিকিৎসকদের প্রচেষ্টা আর মানুষের প্রার্থনায় তামিম এখন সুস্থতার পথে। এর মাঝেই জানা গেল, তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা এবং মা শিরিন রেজা।
তকাল সোমবার বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় আসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম।
তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পালস পাওয়া যাচ্ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না কেউ। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও তাকে কেপিজে হাসপাতালে ফিরিয়ে নেও্য়া হয়। দেওয়া হয় সিপিআর। হাসপাতালে প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরীক্ষা নিরীক্ষার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে।
তামিমের জন্য প্রার্থনা করছিলেন বিশ্বের বহু দেশের ক্রিকেটার-সমর্থকেরা। বাদ যাননি সাকিবও। তিনি ফেসবুকে লিখেছিলেন,’ তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’ রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব। সতীর্থের সঙ্গে সম্পর্কটা শীতল হলেও দেশে থাকলে সাকিব নিশ্চয়ই হাসপাতালে ছুটতেন।
বিসিবির একটি সূত্র জনিয়েছে, ছেলের অনুপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে তামিমকে দেখতে হাসপাতালে এসেছেন সাকিবের বাবা এবং মা। সর্বশেষ খবর অনুযায়ী, আজ সকালে কার্ডিয়াক কেয়ার ইউনিটেই কিছুটা হাঁটার চেষ্টা করছেন তামিম। সেখান থেকে তাকে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করাতে কিছু সময়ের জন্য কেবিনে নেওয়া হয়েছে। সেখান থেকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।