আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথের আগে রাফিনিয়ার মন্তব্যে উত্তেজনা আরও বেড়েছে। ম্যাচের আগে রোমারিও টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, 'আমরা তাকে (ডি মারিয়া) পেটাব, কোনো সন্দেহ নেই। মাঠে আর মাঠের বাইরে, যেখানেই দরকার হবে।' ব্রাজিলিয়ান তারকার এই বক্তব্য নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।
আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়া ইনস্টাগ্রামে ইএসপিএনের স্পোর্টস সেন্টারের পোস্টে তিনটি হাসির ইমোজি দিয়ে রাফিনিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া জানান। তার এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাজারো লাইক ও মন্তব্যের সৃষ্টি করে।
রাফিনিয়া আরও বলেন, 'আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমি যা পারি করব, তাদের জ্বালাব।' তার এই আত্মবিশ্বাস সাম্প্রতিক সময়ে বার্সেলোনার হয়ে তার পারফরম্যান্সের ফল। এছাড়া ব্যালন ডি'অরের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে এটি আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য গোল করা, অ্যাসিস্ট দেওয়া এবং বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে শিরোপা জেতা।'
নিজের প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে রাফিনিয়া আরও যোগ করেন, 'আমি হারতে ঘৃণা করি। ফুটবল, ভিডিও গেমস বা যেকোনো কিছুতে হার মানতে পারি না। এটা আমার খারাপ লাগা, যা আমাকে এখানে নিয়ে এসেছে। জেতার ইচ্ছা, উন্নতির ইচ্ছা — এসবই আমাকে সামনে নিয়ে যায়।'
লিডস ইউনাইটেডে মার্কেলো বিয়েলসার অধীনে খেলেই রাফিনিয়া প্রথমবারের মতো আলোচনায় আসেন। তার সামর্থ্য এবং নেতৃত্বগুণ সম্পর্কে ক্যানারিনহার অধিনায়ক মার্কিনিয়োস বলেন, 'রাফিনিয়া একজন বিস্ময়কর খেলোয়াড়। আমরা তার গুরুত্ব এবং নেতৃত্বগুণ অনেক আগেই দেখেছি। সে খুবই বুদ্ধিমান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়।'
আসন্ন মঙ্গলবার মাস মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ অনুষ্ঠিত হবে। রাত ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে একটি পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে লিওনেল স্কালোনির দল। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র দলে ছয়টি পরিবর্তনের পরিকল্পনা করছেন। সম্ভাব্য একাদশে থাকছেন বেন্টো, ওয়েসলি, মার্কিনিয়োস, মুরিলো, গিলহার্মে আরানা, আন্দ্রে, জোয়েলিংটন, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং সাভিনহো।