শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে মিসরের নতুন প্রস্তাব

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:১৯ এএম

গাজার যুদ্ধবিরতি কার্যকরে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিসর। নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রস্তাবটি গত সপ্তাহে দেওয়া হয়েছে। মিসরের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনি স্বাস্থ্য কর্র্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি হামলায় আরও ২৩ জন নিহত হয়েছে। এ নিয়ে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে সাতশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু।

গত ১৮ মার্চ হামাসের বিরুদ্ধে নতুন করে বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এর আগে মিসর-কাতার-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৫ মাস ধরে চলা যুদ্ধে বিরতি দিয়েছিল হামাস ও ইসরায়েল। যার ফলে টানা দুই মাস তুলনামূলক শান্ত পরিবেশ ছিল। হামাসের হাতে বর্তমানে ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে। যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় মোট ২৫০ জনকে বন্দি করা হয়েছিল। এর মধ্যে বেশিরভাগই পরবর্তী সময়ে মুক্তি পেয়েছে বা তাদের মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে সমঝোতার মাধ্যমে একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়। যা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর পথ তৈরি করবে। সূত্রগুলো জানিয়েছে, মিসরের প্রস্তাবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের একটি নির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার মাধ্যমে বাস্তবায়িত হবে। এর বিনিময়ে হামাস অবশিষ্ট বন্দিদের মুক্তি দেবে।

হামাস ইসরায়েলের বিরুদ্ধে জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে। তবে সংগঠনটি নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলের দাবি, তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তারা গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে হামাসের হাতে থাকা বাকি বন্দিদের মুক্তি নিশ্চিত করা যায়। সোমবার হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ৩৫ বছর বয়সী এলকানা বোহবট ও ২৪ বছর বয়সী ইউসেফ হাইম-ওহানাকে দেখা গেছে, যারা ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভাল থেকে অপহৃত হয়েছিল।

ইসরায়েলের হামাসবিরোধী অভিযানের পর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, টেল আল-সুলতান জেলায় হাজার হাজার মানুষ আটকা পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া পরিবারগুলোর কাছে পানি, খাদ্য ও ওষুধ কিছুই নেই। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাফাহ শহরে প্রায় ৫০ হাজার বাসিন্দা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনআরডব্লিউএ জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় নতুন করে ১ লাখ ২৪ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে, গাজা উপত্যকায় পৃথক হামলায় দুই গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় কর্মরত ছিলেন। উত্তর গাজায় নিহত হন আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত। প্রত্যক্ষদর্শীরা জানান, বেইত লাহিয়ার পূর্বাঞ্চলীয় অংশে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। শাবাতের সহকর্মীরা মৃত্যুর আগে বলা তার শেষ কথাগুলো জানিয়েছেন। এই কথাগুলো তিনি আগেই লিখে রেখেছিলেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টটিতে শাবাত বলেন, ‘আপনি এই লেখাটি পড়ার অর্থ হলো, আমাকে মেরে ফেলা হয়েছে খুব সম্ভবত আমার বিরুদ্ধে হামলা হয়েছে। আর সেই হামলা করেছে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় মোট ২০৮ জন গণমাধ্যমকর্মী ওই অঞ্চলে নিহত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত