চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর মতো আনন্দ আর কীইবা হতে পারে? আর্জেন্টিনা দল এখন সেই আনন্দে ভাসছে। ব্রাজিলিয়ানদের খোঁচা মেরে মুখ খুলছেন একের পর এক আর্জেন্টাইন ফুটবলার। আজ ব্রাজিলের রক্ষণকে পুরো ম্যাচে চাপে রেখেছিলেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের প্রথম গোলটাও করেছেন তিনি। ম্যাচ শেষে প্রতিপক্ষকে খোঁচা মারতেও ছাড়েননি।
ম্যাচের আগে ব্রাজিলের খেলোয়াড়দের নানারকম বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ম্যাচেও দেখা গেছে তার প্রভাব। দুই দলের খেলোয়াড়েরা বচসায় জড়িয়েছেন। হয়তো রাফিনহাদের আক্রমণাত্বক বক্তব্যই তাতিয়ে দিয়েছিল আলভারেজদের। প্রথম গোলটি এসেছে আলভারেজের পা থেকেই। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ম্যাচের আগে তারা যে কথা বলেছে, যেভাবে বলেছে, তা এই ম্যাচের পরিবেশকে উত্তপ্ত করেছে। তবে আমরা আমাদের কাজটা করেছি, দারুণ একটা ম্যাচ খেলেছি। আমরা ওদের নাচিয়ে ছাড়লাম।’
ব্রাজিলকে যে নাচিয়ে ছেড়েছে আর্জেন্টিনা, সেটা আর বলে দিতে হয় না। ম্যাচজুড়ে ব্রাজিলের ফুটবল ছিল বর্ণহীন। ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ানো ভিনিসিউস-রদ্রিগোকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। আলভারেজ আরও বলেছেন, ‘দল আমাকে অবদান রাখতে বলে, আআমি সবসময়ই চেষ্টা করি। যখন খেলি দলের জন্য খেলতে চাই। স্কালোনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। ৪-১ ব্যবধানের জয়, এটা ঐতিহাসিক। ঘরের মাঠে দারুণ ম্যাচ খেলেছি। বিশ্বকাপেও পৌঁছে গেছি।’ৃ