শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

আবাহনী-মোহামেডানের আবদার, বিসিবির ‘না’

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ড শেষে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা যোগ দেবেন সেখানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ১০ দিন ব্যাপি সেই ক্যাম্প। যেখানে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথাও ভাবছে বিসিবি। সেটা না হলে নিজেদের মধ্যে ম্যাচ সিনারিও করতে পারেন তারা।

তবে ডিপিএলের বড় দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এখনই ক্রিকেটারদের ছাড়তে চায় না। প্রথম পর্ব শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের ক্যাম্পে না নেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব দুটি।

আবাহনী ও মোহামেডান দুই ক্লাবই মনে করছে, ডিপিএলের প্রথম পর্বের বাকি ম্যাচগুলোতে তাদের শীর্ষ ক্রিকেটারদের থাকা খুব জরুরি। খেলোয়াড়দের হঠাৎ ক্যাম্পে নিয়ে গেলে লিগের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

১২ এপ্রিল আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে। ডিপিএলের প্রথম রাউন্ডে এই ম্যাচটাই আবার দুই দলের শেষ ম্যাচ। ঘটনাচক্রে ঐ দিনই আবার সিলেটে শুরু হবে ক্যাম্প। তবে ক্লাব দুটির চাওয়া এই ম্যাচে যেন জাতীয় দলের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দেওয়ার সময় যেন ডিপিএলের প্রথম রাউন্ড শেষ হওয়া পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। ডিপিএলের চলমান আসরে আবাহনী ও মোহামেডানের হয়ে বেশ কয়েকজন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার খেলছেন। ক্লাব দুটি আশাবাদী, বিসিবি বিষয়টি বিবেচনায় নেবে।

তবে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিজ দেশ রূপান্তরকে বলেছেন, ‘এই ধরনের কোনো চিঠি ক্রিকেট অপারেন্সের কাছে আসেনি। আর ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা যে তারিখে নির্ধারিত হয়েছে, সেদিনই তারা সেখানে যাবে।’

আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই মাঠের অভিষেক টেস্টেও দুই দল মুখোমুখি হয়েছিল। তবে সেবার মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে হেরে গিয়েছিল বাংলাদেশ দল। ৭ বছর পর আবারও সেই মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। আগামী ৩০ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত