বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসিকে নিজের সর্বকালের প্রিয় ফুটবলারদের তালিকা থেকে বাদ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। 'ওভারটাইম টেনিস'-এর এক সাক্ষাৎকারে পাঁচজন সেরা ফুটবলারের নাম জানতে চাইলে আলকারাজ যে তালিকা দেন, তাতে মেসির নাম ছিল না।
তিনি বেছে নেন রিয়াল মাদ্রিদের তিনজন কিংবদন্তি—ক্রিশ্চিয়ানো রোনালদো, সের্জিও রামোস ও লুকা মদ্রিচকে। এছাড়াও তালিকায় রাখেন বার্সেলোনার দুই সাবেক তারকা—রোনালদিনহো ও নেইমারকে, যদিও আলকারাজ নিজে রিয়াল মাদ্রিদের ভক্ত হিসেবে পরিচিত।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে মেসির মতো একজন খেলোয়াড়কে এমন তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব!
তবে বিষয়টি বুঝতে পেরে দ্রুত নিজের ভুল স্বীকার করেন আলকারাজ। ভিডিওর নিচে মন্তব্য করে তিনি লেখেন, 'আমি বিশ্বাসই করতে পারছি না, আমি এই পাঁচজনের নাম বলেছি আর মেসিকে ভুলে গেছি। এখনই আমি আরও পাঁচজন ভিন্ন খেলোয়াড়ের নাম বলতে পারি।'
শুধু মেসিকে বাদ দেওয়াই নয়, তার তালিকায় কিংবদন্তি ফুটবলার পেলে, ম্যারাডোনা কিংবা ইয়োহান ক্রুইফের অনুপস্থিতিও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে আরও প্রশ্ন তুলেছেন, আলকারাজ নিজেই স্বীকার করেছেন যে তিনি রোনালদিনহোর খেলা কখনো সরাসরি দেখেননি, তবুও তাকে তালিকাভুক্ত করেছেন—যা কিছুটা অবাক করেছে ফুটবলপ্রেমীদের।