মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভারতে নিষিদ্ধ শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

পাকিস্তানি চ্যানেলগুলোর বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত। পেহেলগামে সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই দেশটির সরকার ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। এই তালিকায় উঠে এসেছে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের নামও।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো খ্যাতনামা সংবাদমাধ্যম। ভারত সরকারের অভিযোগ— এসব চ্যানেল থেকে উসকানিমূলক বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছিল।

ভারতীয় দর্শকদের কাছে শোয়েব আখতার ছিলেন পরিচিত মুখ। তার ইউটিউব চ্যানেলে মূলত ক্রিকেট বিশ্লেষণ ও ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শোনা যেত। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের মধ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তার চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারত সরকারের দাবি, এসব ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছিল। পেহেলগামের হামলার পর এই ধরনের প্রচার ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত শোয়েব আখতার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার ইউটিউব চ্যানেল ভারতে আদৌ ফিরে আসবে কি না, তা আপাতত অনিশ্চিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত